নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে দ্রুতগামী গাড়ির ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. নুর ইসলামের (৭০) মৃত্যু হয়েছে।
সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, সকালে মাতুয়াইল ওভার ব্রিজ সংলগ্ন সিএনজি স্টেশনের পাশ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নুর ইসলাম। ওই সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলে তাঁকে মাতুয়াইল মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর স্বজনদের খবর দেওয়া হয়।
নিহতের মেয়ে জামাতা শফিকুল ইসলাম জানান, মাতুয়াইলের আদর্শ নগর ওয়াজ কলোনি এলাকায় আমার শ্বশুরের নিজ বাসা রয়েছে। তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’র জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়য়ে থানায় অবহিত করা হয়েছে।