নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৭ আগস্ট) সকালে ডিএমপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রোববার (৬ আগস্ট) ভোর ৬টা থেকে সোমবার (৭ আগস্ট) সকাল টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৭২৫ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম হেরোইন, ৬৯ কেজি ৫৫০ গ্রাম গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা দায়ের হয়েছে।