জালাল উদ্দিন চৌধুরী, এটিভি সংবাদ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়িচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ (১৩ জুলাই) বুধবার বিকেল সোয়া ৫টার দিকে মিরপুর-১৪ নম্বর সেকশনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বিষয়টি এটিভি সংবাদকে নিশ্চিত করেছেন কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) ভাস্কর রায়।
এসআই বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার ট্রাক ওই ব্যক্তিকে চাপা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে। মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ময়লাবাহী গাড়িটির চালক গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে জনগণ ধাওয়া করে কৃষি ব্যাংক কমপ্লেক্সের সামনে গাড়িসহ তাকে ধরে ফেলে।
এ বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি মিডিয়াকে বলেন, ডিএনসিসি’র গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে এটা সত্য। তবে ওই গাড়ি বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের না, পরিবহন বিভাগের।
উল্লেখিত ঘটনাটির সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে দাবি সচেতন মহলের।