নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
রাজধানীতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকে আগারগাঁয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় তাদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন।
রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।
এর আগে গতকাল রোববার রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, জাতীয় প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট।
ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের রুলসহ এই নির্দেশ দেয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
এরপর বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এ ছাড়া মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। পরদিন শুক্রবার ঢাকার জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন চালকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের, ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনাও ঘটে।