সৈকত মনি, এটিভি সংবাদ
রাজধানীর চকবাজারে একটি হার্ডওয়্যার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১টা ৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।
রোববার (১৮ ডিসেম্বর) রাত দেড়টায় পুরান ঢাকার চকবাজারে ইমামগঞ্জ বাজার লেনে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিস ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফট্যান্টে কর্নেল জিল্লুর রহমান।
তিনি বলেন, দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে আগুন লাগার কারণ, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এসব এখন বলা যাচ্ছে না। রাস্তা সরু হওয়ায় আমাদের কাজ করতে অসুবিধা হয়েছে। বেশ কয়েকটি দোকানও পুড়েছে।
তিনি বলেন, রাত ১টা ৫ মিনিটে আগুন নেভানো সম্ভব হয়ছে তবে সকাল পর্যন্ত আমাদের কাজ চলবে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কোনো হতাহতের ঘটনা ঘটেনি।