নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ চলাকালে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সাংগঠনিক সম্পাদক আব্দুল সামাদ আজাদসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষের সময় সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংঘর্ষের সময় গয়েশ্বর চন্দ্র রায় আহত হন। আটকের পর চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশলাইন্স হাসপাতালে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ধোলাইখালে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রথমে পুলিশের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছিয়ে যান। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া বাতাসে পুলিশের দিকেই আসতে থাকে। এতে পুলিশের কিছু সদস্য আক্রান্ত হন।