মৌলভীবাজার প্রতিনিধি, এটিভি সংবাদ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ৫ কিলোমিটার সড়কের জন্য চরম দুর্ভোগে রয়েছেন কামারচাক ইউনিয়ন ও টেংরা ইউনিয়নের প্রায় ২০ হাজার মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় সমস্যায় পড়ছেন এই দুই ইউনিয়নের সাধারণ মানুষ। এমনকি মুমূর্ষু রোগী ও গর্ভবতী নারীদেরও পেতে হচ্ছে কষ্ট।
মনু নদীর বালুমহালের ভারী যানবাহন চলার কারণেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে মনে করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও স্থানীয় জনসাধারণ।
তারাপাশা বাজারের সিএনজি অটোরিকশাচালক মইনুল ইসলাম বলেন, প্রতিদিন এ সড়ক ব্যবহার করে রাজনগরসহ বিভিন্ন জায়গায় যেতে হয়। কিন্তু সড়ক এতই ভাঙা যে এতে প্রতিদিনই গাড়ির ক্ষতি হচ্ছে।
স্থানীয় কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান মো. আতাউর রহমান বলেন, পাঁচ কিলোমিটার এ ভাঙাচোরা সড়কের কারণে লোকজনের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেয় সেই দাবি জানাচ্ছি।
এ বিষয়ে রাজনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আকরাম হোসেন তালুকদার জানান, টেংরা-তারাপাশা সড়কের রাজনগরের সীমানা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের মেরামতের জন্য ১৫ কোটি টাকার প্রাক্কলিত বরাদ্দ তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। বরাদ্দ অনুমোদন হলেই কাজের টেন্ডার আহ্বান করা হবে। বালু পরিবহনে ভারী ট্রাক চলাচলের কারণে সড়কটি দ্রুতই ভেঙে যায়।