নতুন সিনেমার কাজ শুরু করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমাটির নাম ‘ওমর’। এটি তার ৫ নম্বর সিনেমা। সিনেমাটিতে অভিনয় করছেন সময়ের অন্যতম শক্তিশালী তিন অভিনেতা।
‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তিন জনপ্রিয় ও শক্তিশালী অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান! বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শনিবার (৫ আগস্ট) সামাজিক মাধ্যমে সিনেমার কলাকুশলীদের ছবি শেয়ার করে রাজ লিখেছেন, ‘তারা আমার পরিচালনায় একসঙ্গে অভিনয় করবেন, এ জন্য ফিলিং হ্যাপি! আমাদের জন্য দোয়া করবেন সবাই। বাংলা সিনেমার জয় অব্যাহত থাকুক।’
এর আগে সিনেমাটি প্রসঙ্গে রাজ বলেছিলেন, “আগামী জুলাইয়ের শুরু থেকে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু করব। কারা অভিনয় করবেন সেটা এখনো চূড়ান্ত করিনি। এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। এর মধ্যে দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, বিভিন্ন রাইটস এবং স্পন্সর থেকে বিনিয়োগ তুলে আনা সহজ হয়।”
অবশেষে সিনেমার কলাকুশলীর নাম ঘোষণা করলেন রাজ। তিন শক্তিমান অভিনেতাকে নিয়েই তৈরি হচ্ছে রাজের ‘ওমর’। এর চিত্রনাট্য রচনা করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় সিনেমাটি নির্মিত হচ্ছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। এর আগে, চারটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। তার প্রতিটা সিনেমা আলোচিত হয়েছে।
সিনেমাগুলো হলো―প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন। রাজের আগের সিনেমাগুলোতে অভিনয় করেছেন শাকিব খান, আরিফিন শুভ, মোশাররফ করিম, মৌসুমী, জাহিদ হাসান, তাহসান, শ্রাবন্তী, মীম।এটিভি/এস