atv sangbad

Blog Post

রাতভর বোমাবর্ষণ, বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন অবরুদ্ধ গাজা

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

রাতভর বোমাবর্ষণের পর ফিলিস্তিনের ভূখণ্ড গাজাতে সমস্ত টেলিযোগাযোগ এবং ইন্টারনেট বন্ধ করে দিয়েছে ইসরায়েল বাহিনী।  এতে বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ গাজা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত থেকে গাজাতে বোমা হামলা আরও তীব্র করে দখলদার ইসরায়েলি বিমানবাহিনী। এ সময় এ বোমা হামলায় বন্ধ হয়ে যায় গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। ফলে গাজা উপত্যকা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে উল্লেখ করেছে খবর আল জাজিরা ও বিবিসি’র।

আল জাজিরা জানায় যে, মোবাইল নেটওয়ার্কের টাওয়ার ও মূল লাইনে বোমা হামলার কারণে শনিবার সকাল পর্যন্ত যোগাযোগ পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যে কোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এর মধ্যেই গাজায় তীব্র বোমা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনী। গাজাতে স্থল অভিযান শুরু করেছে। এছাড়া অঞ্চলটির বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর সাথে হামাসের যোদ্ধাদের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে  বলে জানিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :