রাজশাহী প্রতিবেদক, এটিভি সংবাদ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) প্রতি মাসে চিকিৎসা নেন গড়ে সাড়ে ৬০০ কিডনি রোগী। তাদের ডায়ালাইসিসের সিরিয়াল পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। এই ডায়ালাইসিস যুদ্ধেই অনেক রোগীর প্রাণক্ষয় হয়ে যায়।
তেমনি একজন ১৯ বছরের কলেজছাত্রী আরমিন আক্তার। তার স্বপ্ন ছিল এইচএসসির পর ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিধিবাম। শারীরিক অসুস্থতায় ঠাঁই হয় হাসপাতালে। জানতে পারেন দুটো কিডনিই অচল তার। গত দুই বছর ধরে নিয়মিত করছেন ডায়ালাইসিস। স্বপ্ন জলাঞ্জলি দিয়ে জীবনযুদ্ধে টিকে থাকার লড়াইয়ে শারীরিক যন্ত্রণায় এখন দিন কাটে আরমিনের।