আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
রাশিয়ার সেনাবাহিনী মঙ্গলবার এক দিনেই ৪৭০ সেনা ও ৩১টি কামান ব্যবস্থা হারিয়েছে। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনী এই দাবি করেছে। খবর নিউজউইক। ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় রুশ সেনাবাহিনী আটটি লড়াইয়ের যানবাহন ও চারটি ট্যাংক হারিয়েছে।
কিয়েভ দাবি করেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর এখন পর্যন্ত রুশ সেনাবাহিনী ২ লাখ ৩৯ হাজার ৫০০ সেনা হারিয়েছে। রাশিয়া ইউক্রেনীয় সেনাবাহিনীর হতাহতের সংখ্যার নিয়মিত হিসাব জানায় না। তবে মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সোমবার ইউক্রেনীয় সেনাবাহিনী ৮১৫ সেনা হারিয়েছে।
স্বতন্ত্রভাবে নিউজউইক উভয় দেশের দাবির সত্যতা যাচাই করতে পারেনি। যেকোনো যুদ্ধে তথ্যকে নিজেদের কৌশল হিসেবে কাজে লাগায় উভয় পক্ষ। এতে তাদের পক্ষে সমর্থন বা নিন্দা জানানোর ক্ষেত্রে সহযোগিতা করে। ফলে এমন সময়ে যথেষ্ট ভুল তথ্য পাওয়া যেতে পারে। বিশ্বজুড়ে ব্যাপক সমর্থন পাচ্ছে ইউক্রেন। তারা রাশিয়ার আক্রমণের ভয়াবহতা ও মানবিক দুর্ভোগ যত বেশি তুলে ধরা যায় সেই চেষ্টা করছে। অনেক সময় রুশ সেনাদের হতাহতের বিষয়ে অতিরঞ্জিত তথ্য তুলে ধরছে তারা।
রাশিয়ার জন্য নিজেদের সেনা ও ইউক্রেনীয় নাগরিকদের ব্যাপক হতাহতের তথ্য যুদ্ধবিরোধী মনোভাব বাড়িয়ে দিতে পারে। যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শাসনের জন্য হুমকি হয়ে উঠতে পারে।এ জন্য দেশটি নিজেদের বাহিনীর হতাহতের নিয়মিত প্রকাশ বা অনেক সময় প্রকৃত সংখ্যার চেয়ে কমিয়ে বলছে।
এটিভি/এস