নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :
পুলিশের সাবেক মহা ব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদ ও সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজের কাহিনী রূপকথাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী গবেষণা পরিষদ আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, সাবেক সেনা ও পুলিশ প্রধানের বিষয়ে কি সরকার প্রধান আগে জানতেন না? নিশ্চয় তিনি জানতেন।
দুই বাহিনী প্রধানের বাইরে আরও অনেকে দুর্নীতির কাতারে রয়েছেন। যাদের কথা এখনও জানা যায়নি বলে উল্লেখ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সঙ্গে ‘প্রতারণা’ করছেন দাবি করে রিজভী বলেন, সরকারের উন্নয়ন যে টেকসই হয়নি, দুর্যোগে তা প্রমাণিত হয়েছে।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকার দিকে সরকারের নজর নেই মন্তব্য করে তিনি বলেন, উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির বিষয়ে যে মানুষের নজরে না যায়, এ জন্য জিয়া পরিবারকে আক্রমণ করা হচ্ছে নোংরা ভাষায়।
গেল ১৭ বছরে সরকার যাকে পেরেছে হত্যা করেছে। একইসঙ্গে দলের নেতাকর্মীদের গুমের অভিযোগও তুলেছেন রিজভী।