আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ
সৌদি আরবে চলছে মৃত্যুদণ্ড দেওয়ার হিড়িক। চলতি বছরে দেশটি তিন শতাধিক লোকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ নিয়ে দেশটিতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। খবর- এএফপি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মাদক চোরাচালানের মামলায় তিনজনকে ও হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর সৌদিতে ৩০৩ জনকে মৃত্যুদণ্ড দিল দেশটির সরকার।
সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে ২০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুই মাসে এ সংখ্যা ৩০০ ছাড়াল।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে বিশ্বে সৌদি আরবের অবস্থান তৃতীয়।