এর আগে তিনি বলেন, আওয়ামী লীগ সংঘাত করতে সভা-সমাবেশ করেনি। জনগণের জানমালের নিরাপত্তা দেয়া পবিত্র দায়িত্ব মনে করে করেছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সতর্ক অবস্থায় রাজপথে থাকবে দল। বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের লড়াই চলবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের আশঙ্কাই সত্যি হলো। বিএনপির এক দফা আন্দোলন অগ্নিসন্ত্রাস। গতকাল (শুক্রবার) তারা তাণ্ডব করতে চেয়েছিল, তবে আমাদের শক্ত অবস্থানের কারণে তারা কিছু করতে পারেনি।’
কাদের আরও বলেন, ‘বিএনপির অগ্নিসন্ত্রাস আবার শুরু হয়ে গেছে। ২০১৩, ১৪, ১৫ সালের পুনরাবৃত্তি শুরু হয়ে গেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপ থাকতে পারে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চুপ থাকতে পারে না। বিএনপি বলে তাদের বাধা দেয়া হচ্ছে, ঢাকা শহরে ঢোকার রাস্তা বন্ধ করে দেবে। এটা কি তারেক রহমানের বাপের সম্পত্তি।’
শনিবার দুপুর ১২টার দিকে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। তারা পুলিশ ভ্যান ভাঙচুর ও আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তার পাশে থাকা অনেক গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। মোট ৭টি বাসে হামলা ও অগ্নিসংযোগ করেছে। হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলেও জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আদালতের আদেশ লঙ্ঘন করেছেন তারেক রহমান। আদালত বলেছিলেন তার (তারেক রহমান) কোনো ভাষণ, বিবৃতি কোথাও প্রচার করা যাবে না। তারপরও আদালত অবমাননা করে চলেছেন বিএনপি নেতারা। লাশ ও টাকা ছাড়া কথা বলেন না তারেক রহমান। এত টাকা কোথায় পান তিনি? তিনি বলেছেন, আন্দোলন কর টাকার অভাব হবে না। তারেক রহমান কি আইনের ঊর্ধ্বে ?’
‘বিএনপির নেতারা আইনকে প্রশ্নবিদ্ধ করছেন, তারা আইন মানেন না। কর্মসূচির নামে রাস্তা বন্ধ করে দেবেন–এটা কি তারেক রহমানের বাপ-দাদার সম্পত্তি।’- এমন প্রশ্ন রেখে, বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের পথে প্রধান বাধা বিএনপি বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।