লালমনিরহাট প্রতিনিধি, এটিভি সংবাদ
বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সারাদেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছে। অথচ লালমনিরহাটে এখনও তা শুরু করা হয়নি। এমনকি সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরেও পাচ্ছেন না টিসিবির পণ্য।
জানা যায়, সারাদেশে ১৬ জুলাই থেকে টিসিবির পণ্য বিতরণের নির্দেশনা থাকলেও লালমনিরহাটে এখনো তা শুরু করা হয়নি। ফলে জেলার লক্ষাধিক টিসিবির কার্ডধারী ব্যক্তিদের বেশি দামে বাজার থেকে পণ্য কিনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
অভিযোগ উঠেছে, কাগজ-কলমে কার্ডধারী সুবিধাভোগী ১ লাখ ১ হাজার ৯৪০ জনের নাম থাকলেও ৩ হাজার ২২০ জন ব্যক্তি গত মে মাস থেকে পাচ্ছেন না টিসিবির পণ্য। গত রমজান মাসে টিসিবির পুরাতন কার্ড জমা নেয়া হলেও দীর্ঘ ৪ মাসেও দেয়া হয়নি নতুন কার্ড। অথচ টিসিবির সুবিধাভোগীদের তালিকায় এখনো রয়েছে তাদের নাম।
টিসিবির তালিকায় নাম থাকা লালমনিরহাট সদর উপজেলার আব্দুল কাশেম জানান, মে মাস থেকে তিনি টিসিবির পণ্য পাচ্ছেন না। তার পুরাতন কার্ড জমা নেয়ার প্রায় ৪ মাস হলেও এখনো নতুন কার্ড দেয়া হয়নি।
আরেক ভুক্তভোগী আফজাল হক জানান, নানা অজুহাতে তাদেরকে টিসিবির পণ্য দেয়া হচ্ছে না। জুলাই মাসে এ পর্যন্ত কোন পণ্য পাননি তিনি। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে বাজার থেকে পণ্য কিনতে হচ্ছে।
লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস বলেন, টিসিবির কার্ডধারীরা তাদের পুরাতন কার্ড জমা না দেয়ার কারণে পণ্য দেয়া স্থগিত রাখা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, টিসিবির কিছু পণ্য যথা সময়ে না আসার কারণে দু’এক দিন বিলম্ব হয়। তবে নির্দেশনা ছিলো যে সকল পণ্য এসেছে তা বিতরণের জন্য। তবে কেন তা এখনো বিতরণ করা হয়নি খোজ নেয়া হবে। আর যারা টিসিবির পণ্য পাচ্ছেন না তারা অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এটিভি/এস