atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল: মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার

লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েল: মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

পূর্ব লিবিয়ায় ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার জনে দাঁড়িয়েছে। এছাড়া এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেড ক্রিসেন্ট। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলু এজেন্সি।

জাতীয় ঐক্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সাদেদ্দিন আব্দুল ওয়াকিল জানিয়েছেন, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে হাজার হাজার মানুষ। প্রাথমিকভাবে ভূমধ্যসাগরীয় শহর দেরনায় সবচেয়ে মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে।

মৃতের সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি হাসপাতালগুলো প্রায় চালু নেই। সরকার ১০টি হাসপাতাল ও ২০টি চিকিৎসা কেন্দ্র চালুর চেষ্টা চলছে।

গত সোমবার রাতে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের কারণে লণ্ডভণ্ড হয়ে যায় লিবিয়ার পূর্বাঞ্চল। ওয়াদি দেরনা নদীর দুটি বাঁধ ফেটে দেশটির উপকূলীয় শহরগুলোতে শতাধিক বাড়ি-ঘর ধসে পড়ে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :