ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
শঙ্কা কাটিয়ে অবশেষে আফগানিস্তানের বিপক্ষে অধিনায়ক জামাল ভূঁইয়াকে পাচ্ছে বাংলাদেশ। বুধবার (৩০ আগস্ট) সকালে আর্জেন্টিনা থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। এদিকে ক্যাম্পে যোগ দিলেও রোববার (২৭ আগস্ট) অনুশীলন করেননি আবাহনীর ফুটবলারা।
একে একে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন বিভিন্ন ক্লাবের ফুটবলারার। বসুন্ধরার পর এবার ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিয়েছেন আবাহনীর ফুটবলার। তবে রোববারের হ্যাভিয়ের ক্যাবরেরার ক্লাসে উপস্থিত ছিলেন না ফাহিম- রহমত মিয়ারা। সোমবার (২৮ আগস্ট) অনুশীলনে দলের সঙ্গে মাঠে নামবেন তারা।
আফগানিস্তানের বিপক্ষে ডাক পাওয়া সব ফুটবলার ক্যাম্পে এলেও শঙ্কা ছিল জামাল ভূঁইয়াকে না পাওয়ার। আর্জেন্টিনা-বাংলাদেশের দূরত্ব সেইসঙ্গে অধিক বিমান ভাড়ায় জামালের দেশে ফেরা ছিল অনিশ্চয়তার মধ্যে।
অবশেষে শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন জামাল। বুধবার সকালে আর্জেন্টিনা থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। এ দিকে রোববারও অনুশীলনে নামতে পারেননি তারিক কাজী। দলের সঙ্গে মাঠে এলেও এদিন কখনও ক্যামেরা হাতে আবার কখনও মাঠের চারপাশ ঘুরে দেখেছেন সতীর্থদের অনুশীলন। তাকে নিয়ে কাজ করছেন জাতীয় দলের ফিজিও।
বাংলদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, ‘অনুশীলন চলছে। আশা করি, এই অনুশীলনে প্রাণচঞ্চলতা বাড়বে অধিনায়কসহ সকলে যোগ দিলে। সবকিছু ঠিকঠাক থাকলে অধিনায়ক ৩০ আগস্ট সকালে বাংলাদেশে আসবেন।’
অক্টোবরে বিশ্বকাপ বাছাই খেলবে বাংলাদেশ। বাছাইকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ সেপ্টেম্বর, দ্বিতীয় ম্যাচটি হবে ৭ সেপ্টেম্বর।