ফেনী প্রতিনিধি, এটিভি সংবাদ
ফেনী জেলার দাগনভূঞায় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সন্নিকটে গড়ে ওঠা লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) উপজেলার তুলাতুলি বাজার এলাকায় মেসার্স আরএলবি ব্রিক-২ নামক একটি ইটভাটায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নানা অনিয়মের অভিযোগে ইতোমধ্যে এ ইটভাটার ছাড়পত্র বাতিল করা হয়েছিল। এছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি, সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ফেনীর উপ পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি এটিভি সংবাদকে বলেন, জেলায় ৫৭টি অবৈধ ইটভাটা রয়েছে। পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৯ অনুযায়ী এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ইট পোড়ানোর ছাড়পত্র না থাকা, এক কিলোমিটার এলাকার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকাসহ বিভিন্ন অপরাধে এসব ইটভাটাকে অবৈধ করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ রোধে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ অধিদপ্তরের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন, এ ধরনের অভিযান দু-একদিনের জন্য নয় সারাবছর চলমান থাকতে হবে তবেই যদি অপরাধীরা সংযত হয়?