শেরপুর প্রতিনিধি, এটিভি সংবাদ
শেরপুরের নালিতাবাড়িতে বন্যহাতির আক্রমণে ছমেদ আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) রাতে উপজেলার সীমান্তবর্তী মায়াঘাসি পাহাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বন বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের পর ছমেদ আলী সীমান্তবর্তীর মায়াঘাসি পাহাড়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে রাত ১০টার দিকে ওই পাহাড়ের চূড়া থেকে ছমেদ আলীর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, ছমেদ আলী ওই পাহাড়ে ঘাস কাটার সময় হাতির দল তার ওপর আক্রমণ করে তাকে পিষ্ট করে মেরে ফেলে রেখে যায়।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহম্মেদ বাদল জানান, ঘটনা শোনার পর পরই ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।