শামছুল হক, শেরপুর, এটিভি সংবাদ :
শেরপুরে বাবাকে খুনের ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালের দিকে উপজেলার ভাইডাঙ্গার বানিয়া পাড়া গ্রামে ছেলে সজিবের হাতুড়ির আঘাতে আহত হয় বাবা আবুল কালাম। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, ছেলে সজিব অনেক দিন থেকে মানসিক রোগে ভুগছিল।সকালে বাবার উপর হাতুড়ি দিয়ে আক্রমণ চালানোর জন্য মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সজিবকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।