শামছুল হক, শেরপুর, এটিভি সংবাদ
ঘনকুয়াশা আর তীব্রশীত কমে যাওয়ায় রোধের দেখা মিলতে কৃষকরা নেমে পড়েছেন বোরো ধানের চারা রোপনে। সকাল থেকে সন্ধা পর্যন্ত চলতে থাকে বোরো ধানের রোপণের কাজ।
কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জমিতে লাইন লগো পদ্ধতিতে চাষাবাদ করছেন কৃষকরা। তবে আবহাওয়া ভালো থাকলে এবার ভালো ফলন পাবেন বলে কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.সুকল্প দাস জানান, এ বছর জেলায় বোরো আবাদের জন্য ৯২ হাজার হেক্টর জমিনের লক্ষ মাত্রার নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ৩৭ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপণ সম্পন্ন হয়েছে। তবে আবহাওয়া ভালো হলে কিছু দিনের মধ্যে বোরো ধানের চারা রোপণের কাজ সম্পন্ন হবে।