বরিশাল ব্যুরো, এটিভি সংবাদ
বরিশালে বিএনপি নেতারা বলেন, বিদ্যুৎ খাতে সরকারের ব্যাপক দুর্নীতির কারণেই দেশে আজ লোডশেডিং বেড়েছে। তাদের দুর্নীতির দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ জনগণ। নাগরিকরা সময় মতো বিদ্যুৎ বিল পরিশোধ করেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছে না। তাই আমাদের অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। নাগরিক মুক্তির একমাত্র পথ হচ্ছে সরকার পতন।
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির পদযাত্রার আগে সংক্ষিপ্ত সভায় বক্তারা এসব কথা বলেন।
শুক্রবার (১৬ জুন) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা পার্কে গিয়ে এই পদযাত্রা শেষ হয়।
বক্তারা বলেন, দেশে যদি দুর্নীতি না হয়ে থাকে তবে কেন কয়লার দাম বকেয়া পড়বে? আগের দিনের মতো মানুষ হারিকেন কিনছে, হারিকেন খুঁজে পাচ্ছে না। বর্তমানে মোমবাতির কদর বেড়েছে। বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির জন্য আজকে দেশের এই শোচনীয় অবস্থা।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।
সদস্য সচিব জাহিদুল করিম জাহিদের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, একেএম শহিদুল্লাহ ও জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহম্মেদ বাবলু, সদস্য জাহিদুর রহমান রিপন, আহমেদ জেকি অনুপম ও আফরোজা খানম নাসরিন প্রমুখ।