নিউজ ডেস্ক, এটিভি সংবাদ
অসদাচরণের অভিযোগে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফা আকতারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মারুফা আক্তারকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ১৯-১০-২০১৭ তারিখে প্রদত্ত নিয়োগ আদেশ বাতিল করে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।