হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা), এটিভি সংবাদ
দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে জোট প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি সাংবাদিকের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (৪ জানুয়ারি) বিকেলে বামনডাঙ্গার হাসানগঞ্জে পল্লীবন্ধু হাসপাতালে উপজেলার কর্মরত সকল গণমাধ্যমকর্মীর সাথে মতবিনিময় করেন সাংসদ শামীম।
তিনি বলেন, পেশি শক্তি ও কালো টাকা ছিটিয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার ভোটের পরিবেশ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ভোটাররা যাতে স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে কোন অপশক্তি যেন ভোটারদের গতি পরিবর্তন না করায় সে বিষয়ে সাংসদ শামীম সাংবাদিকের সহযোগিতা কামনা করেন। ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়ানোর ব্যাপারে সাংবাদিকদের প্রচারণা অনেকটা সহায়ক হিসেবে কাজ করবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় কথা বলেন সাংবাদিক হাবিবুর রহমান হবি, এ মান্নান আকন্দ, এ কে এম শামসুল হক, শাহ রেদোয়ানুর রহমান, মিঠু মিয়া, জাহিদুল ইসলাম জাহিদ প্রমূখ।