কুড়িগ্রাম প্রতিনিধি, এটিভি সংবাদ
সোমবার (১৭ জুলাই) বেলা তিনটায় সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়। চরাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ঘাট থেকে নৌকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে গতকাল সোমবার (১৭ জুলাই) ব্রহ্মপুত্র নদের দক্ষিণ বালাডোবার চরে গেলে চোখে পড়ে ঘরের ভেতর বুকসমান পানি। চরের বাসিন্দারা কেউ নৌকায়, কেউ ঘরের ভেতর চৌকি উঁচু করে বসবাস করছেন।
বাসিন্দা হজরত আলী বলেন, এখানে ২৫টি পরিবার বাস করে। পানি বাড়ায় কয়েকটি পরিবার অন্যত্র চলে গেছে। বাকিদের কোনো উপায় না থাকায় এখানেই আছে।
হজরত আলী আরও বলেন, ‘সারা দিন নৌকায় থাকি, রাইতোত ঘরে। চারপাশে খালি পানি আর পানি। দেওয়া (আকাশ) আন্ধার কইরা আসলে ডাকে, ঝড়ি–তুফান ওঠে, ভয় নাগে। ছাওয়াপাওয়াগুলাইল ভয়ে জড়ায় ধরে। ঠিকমতো খাওয়া-ঘুম নাই। পানির কল, পায়খানা ডুইবা আছে। বানের মধ্যে খুব কষ্টে আছি গো, বাবা।’