atv sangbad

Blog Post

সিকিম বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। এখনও ১৪০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে টাইমস অব ইন্ডিয় ‘র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর সিকিমে বুধবারের আকস্মিক বন্যার পর থেকে নিখোঁজ থাকা ১৪২ জনের বেঁচে থাকার আশা ম্লান হয়ে গেছে। কারণ একের পর একে মরদেহ ভেসে আসছে তিস্তা উপকূলে। রবিবারও তিস্তার উপকূলে আরও নয়টি মৃতদেহ ভেসে গেছে। নিহতদের মধ্যে ২৩ জন সেনা সদস্যও রয়েছেন, যাদের মধ্যে মাত্র একজন সৈনিককে জীবিত পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত উদ্ধার করা মৃতদেহগুলির মধ্যে নয়টি মরদেহ সেনা সদস্যের জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে জলপাইগুড়ির এসপি খণ্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন যে, জেলায় ৩৯টি মৃতদেহ পাওয়া গেছে, যার মধ্যে ১০টি শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব মরদেহের মধ্যে ছয়জন সৈনিকের মরদেহ রয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। এছাড়া টাইমস অব ইন্ডিয়া জানায় বাংলাদেশ থেকেও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে সিকিমের পাশাপাশি জলপাইগুড়ি, কুচবিহার ও বাংলাদেশেও চলছে সন্ধানকাজ।

আকস্মিক এ বন্যায় সিকিমের চারটি জেলায় ১৬৫৫টিরও বেশি বাড়ি এবং ১৪টি সেতুর ব্যাপক ক্ষতি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :