atv sangbad

Blog Post

সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করলেন ৩ মন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

সুনামগঞ্জের হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেছেন দুইজন মন্ত্রী ও একজন উপমন্ত্রী। বুধবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দেখার হাওরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, হাওরে খুশির আমেজ। সকলের মুখে হাসি, ধান কাটা নিয়ে দুশ্চিন্তা নেই। হাওরে ১ হাজার হারভেস্টার যন্ত্র ধান কাটছে।

বন্যার পূর্বাভাস নিয়ে দুশ্চিন্তা নেই দাবি করে কৃষিমন্ত্রী বলেন, পানি আসতে আসতে ইনশাআল্লাহ ধান কাটা শেষ হবে।

পরে জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তিন মন্ত্রী ছাড়াও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পুলিশ সুপার এহসান শাহ্ প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :