ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গতকাল চেন্নাইয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত। তাঁর আগে বল করার সিদ্ধান্তকে ঠিক প্রমাণ করেছিলেন টাইগার বোলাররা। দুই সেশনেই স্বাগতিকদের গুরুত্বপূর্ণ ৬ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছিলেন। রোহিত শর্মার দল ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৪৪ রান। কিন্তু এরপরে তাসকিন-হাসান মাহমুদদের ভুগিয়েছে রবিচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজা জুটি। এ দুজনের প্রতিরোধে গতকাল আর কোনো উইকেট হারায়নি ভারত। প্রথম দনের খেলা শেষ করে ৩৩৯ রানে।
আজ দ্বিতীয় দিনে অবশ্য এ জুটিকে এগোতে দেননি তাসকিন আহমেদ। দিনবের শুরুতেই তিনি ফেরান জাদেজাকে। ৮৬ রান করে জাদেজা আউট হওয়ার পর আকাশ দীপকেও সাজঘরের পথ দেখান তাসকিন। গতকালই শতক হাঁকানো অশ্বিনও আজ আউট হন তাসকিনের বলেই। এরপর জশপ্রীত বুমরার উইকেটটি নেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ভারত থামে ৩৭৬ রান করে।
গতকাল ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর ভারতের হাল ধরেন জাদেজা ও অশ্বিন। অশ্বিন খেলেছেন ওয়ানডে মেজাজে, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন জাদেজা। মারমুখী ব্যাটিংয়ে ১০৮ বলে নিজের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন অশ্বিন। গতকাল প্রথম দিনে সপ্তম উইকেটে তারা ১৯৫ রান যোগ করে অবিচ্ছিন্ন ছিলেন। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের বিপক্ষে এটিই ভারতের সবচেয়ে বড় রানের জুটির রেকর্ড। এমনকি চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সপ্তম উইকেটে এর আগে এত রানের জুটি দেখেনি।
আজ দিনের প্রথম সেশনেই এ দুজনের জুটি ভাঙেন তাসকিন। গতকাল কোনো উইকেট না পেলেও আজ এই টাইগার স্পিডস্টার তুলে নিয়েছেন ৩ উইকেট, গতকাল ৪ উইকেট নেয়া হাসান মাহমুদও নিজের ফাইফার পূরণ করেছেন বুমরাকে ফিরিয়ে।