নিজস্ব প্রতিনিধি, এটিভি এস
জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তিন বন্ধুসহ সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর নাম মো. সিয়াম। সে লালমাই উপজেলার হাজতিয়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, বাগমারা বাজারে চাচার দোকানে সময় দিত সিয়াম। প্রতিদিন দেড়টা থেকে ২টার মধ্যে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন এ এলাকা অতিক্রম করে। বিষয়টি সিয়াম ও তার বন্ধুদের জানা ছিল। নামাজ পড়তে বের হওয়ার সময় সবার পরনে পাঞ্জাবি ছিল। তাই শখ করে সেলফি তোলার জন্য রেললাইন ঘেঁষে দাঁড়ায় তিন বন্ধু। এসময় পেছন থেকে সিয়ামের মাথায় ধাক্কা দেয় ট্রেনটি। ট্রেনের ধাক্কায় তার মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ আসার আগেই তার মরদেহ স্বজনরা নিয়ে যান।
এটিভি/এস