ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদআগামীকাল থেকে শুরু হচ্ছে ২৮তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা। এবারের আসরে বালক বিভাগে ২৪ ও বালিকা বিভাগে ১৯টি স্কুল অংশ নিচ্ছে। গতবারের চেয়ে এবার বালকে দুটি এবং বালিকায় একটি স্কুলের সংখ্যা বেড়েছে। দল বাড়ায় বেড়েছে ভেন্যুও।শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম ছাড়াও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে কিছু ম্যাচ। সাত দিনের এই প্রতিযোগিতায় বালক বিভাগে আটটি এবং বালিকা বিভাগকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই বিভাগের ফাইনালই হবে ৪ সেপ্টেম্বর। গতকাল সংবাদ সম্মেলন করে এসব জানিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।