atv sangbad

Blog Post

হজের ভিসা আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ

চলতি বছর হজের ভিসা আবেদনের সময় আগামী ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল পর্যন্ত ছিল।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল পর্যন্ত থাকলেও তা এখনও চালু রয়েছে। ৭ মে পর্যন্ত ভিসা আবেদন করা যাবে।

এর আগে গত ১৮ এপ্রিল হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো চিঠিতে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২৪ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির মোনাজ্জেম/স্বত্ত্বাধিকারীদের জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে আগামী ২৯ এপ্রিল হজযাত্রীদের ভিসা বন্ধ হয়ে যাবে।

হজ কার্যক্রম পরিচালনাকারী সব এজেন্সি/লিড এজেন্সিকে ওই তারিখের আগেই হজযাত্রীদের জন্য বাড়ি/হোটেল ভাড়া ও যাতায়াতের জন্য বাস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করে ভিসা কার্যক্রম সম্পন্ন করতে হবে। এজেন্সির অবহেলার কারণে হজযাত্রীদের হজে গমন অনিশ্চিত হলে সে এজেন্সির বিরুদ্ধে ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অনেক হজযাত্রীর ভিসা না হওয়ায় আবেদনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ধর্ম মন্ত্রণালয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :