atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > হবিগঞ্জের হাওরে ধানকাটা উৎসবে যোগ দিলেন কৃষি মন্ত্রী

হবিগঞ্জের হাওরে ধানকাটা উৎসবে যোগ দিলেন কৃষি মন্ত্রী

সৈয়দ আব্দুল মান্নান, ব্যুরো প্রধান-হবিগঞ্জ, এটিভি সংবাদ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে ধানকাটা উৎসবে যোগদানকালে বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দুর্ভিক্ষ ও দুর্যোগের দেশ বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও কৃষিবিদদের সহযোগিতায় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি।
সারাবিশ্বে আমাদের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমাদের বাজেটের আকার ও জিডিপি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ২৩ এপ্রিল দুপুরে বানিয়াচুং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বোরো ধান কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ সময় যাত্রাপাশা গ্রামের কাছে হাওরে হারভেস্টারের মাধ্যমে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হবিগজ্ঞের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালণায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আসাদুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোঃ ফরিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন খান, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, রিপোর্টাস ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিবুর রহমান, শেখ মারুফ আহমেদ প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :