ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ
১ নম্বর জার্সিটাই তাঁর জন্য বরাদ্দ ছিল। দাভিদ দে হেয়ার জায়গা নিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে, তাঁর জার্সি নম্বরটাই তো পাওয়ার কথা আন্দ্রে ওনানার। কিন্তু ইউনাইটেডের সঙ্গে চুক্তি সই করার পর ওনানা জানিয়ে দিলেন, ১ নম্বর নয়; তিনি খেলবেন ২৪ নম্বর জার্সি গায়ে। কেন? সেটার একটা বড় কারণও আছে। ২৪ নম্বরটার সঙ্গে যে তাঁর আবেগ জড়িত! এটা যে তাঁর জন্মদিনের সংখ্যা।
এই মৌসুমেই দে হেয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ইউনাইটেডের। ওল্ড ট্রাফোর্ডে ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে দে হেয়া এখন মুক্ত খেলোয়াড়, আপাতত আছেন নতুন চ্যালেঞ্জের খুঁজে। তাঁর জায়গায় ২০ জুলাই ইন্টার মিলান থেকে ৫ কোটি ১৫ লাখ ইউরো তে ক্যামেরুনিয়ান গোলরক্ষক ওনানাকে সই করায় ইউনাইটেড।
ক্যামেরুনে স্যামুয়েল ইতোর একাডেমিতে বেড়ে ওঠা ওনানা খেলেছেন বার্সেলোনার বয়সভিত্তিক দলের হয়েও। সেখান থেকে ২০১৫ সালে যোগ দেন আয়াক্সে। প্রথম মৌসুমে আয়াক্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পরের মৌসুমেই জায়গা হয় মূল দলে। ডাচ ক্লাবটিতে থাকার সময়ই ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েন ওনানা। আয়াক্সের হয়ে ছয় বছরের ক্যারিয়ারে জিতেছেন তিনটি লিগ, দুটি কাপসহ ছয়টি শিরোপা।
গত বছর আয়াক্স থেকে তাঁকে ১ কোটি ২০ লাখ ইউরোতে কিনে নেয় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটির হয়ে গত মৌসুমে ওনানা খেলেছেন দুর্দান্ত, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে ইন্টারের সঙ্গে গত মৌসুমে ৪১ ম্যাচের ১৯টিতেই তাঁর জালে বল ঢুকেনি। এমন পারফরম্যান্সের পর এবারের দলবদলে ইউরোপের অনেক বড় ক্লাব আগ্রহী হয়ে উঠে তাঁকে নিয়ে। তবে শেষ পর্যন্ত ওনানাকে পাওয়ার লড়াইয়ে জয়ী হয় ইউনাইটেড।
এটিভি/এস