atv sangbad

Blog Post

২৯ বলেই সেঞ্চুরি, বিশ্ব রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ম্যাকগার্ক

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্স। লিস্ট এ ক্রিকেটেও সেটি ছিল সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকানোর ঘটনা।

মি. থ্রি সিক্সটি ডিগ্রির সেই বিশ্বরেকর্ড আট বছরের মাথায় ভেঙে দিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।

অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টের দল সাউথ অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার রোববার (৮ অক্টোবর) গড়েন এই কৃতিত্ব। মার্শ কাপে তাসমানিয়ার বিপক্ষে অনন্য এই নজির গড়েন ডানহাতি এই ব্যাটার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৪৩৫ রানের পাহাড়সম সংগ্রহ তোলে তাসমানিয়া। জবাবে ব্যাট করতে নেমে রীতিমতো তাণ্ডব শুরু করে সাউথ অস্ট্রেলিয়াও। মাত্র ২৯ বলেই সেঞ্চুরি তুলে নেন ম্যাকগার্ক। যা লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির পর বেশিদূর যেতে পারেননি জ্যাক। ৩৮ বলে ১০ চার ও ১৩ ছক্কায় ১২৫ রানের এক টর্নেডো ইনিংস খেলে সাজঘরের পথ ধরতে হয় তাকে।

পেশাদার ক্রিকেটে ম্যাকগার্কের এটি প্রথম সেঞ্চুরি। আর সেটি তিনি হাঁকিয়েছেন ভিলিয়ার্সের রেকর্ড ভেঙে। প্রথম সেঞ্চুরি হাঁকিয়েই নাম তুলেছেন ইতিহাসের পাতায়।

এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন লুক রনকি। ৫১ বলে তিনি হাঁকিয়েছিলেন রেকর্ড গড়া সেঞ্চুরিটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :