সৈকত মনি, এটিভি সংবাদ
দেশে গ্যাস সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় প্রতিবেদন প্রকাশ করেছিল জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এটিভি সংবাদ। প্রকাশিত সংবাদের ধারাবাহিকতায় গত ৬ মাসে সোয়া দুই লাখ অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময়ে অভিযান চালানো হয়েছে ১৬৪টি। পাইপ কাটা হয়েছে ২২০ দশমিক ৬৩ কিলোমিটার সমান।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খণিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী লিখেন, অবৈধ ও বকেয়াজনিত সংযোগ উচ্ছেদ করে বৈধ গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে তিতাসের গত ছয় মাসের প্রচেষ্টার ফল। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাসকে সহযোগিতা করুন।
রাজধানীসহ এর আশপাশের বিভিন্ন অঞ্চলে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে তিতাস গ্যাস।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দেরিতে হলেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যে উদ্যোগ গ্রহণ করেছে তার ভূয়সী প্রশংসা করেন এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।