এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে কেবল সাধারণ আটটি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এদিনের পরীক্ষায় অংশ নেবে। বন্যার কারণে বাকি তিনটি শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রামে বন্যার কারণে এই বোর্ডের অধীনে চার দিনের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রতিটি সাধারণ শিক্ষা বোর্ডে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বাকি আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা কার্যক্রম চলমান থাকবে।
বন্যার কারণে তিন বোর্ডের প্রথম চারটি পরীক্ষা স্থগিত হওয়ার কারণে তিন লাখ ৫২ হাজার ১০১ জন পরীক্ষার্থী ছাড়াই শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। এসব বোর্ডের মধ্যে চট্টগ্রাম বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ এক হাজার ৩৫৩ জন, মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী সংখ্যা ৯৮ হাজার ৩১ জন এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ ৫২ হাজার ৭১৭ জন।
কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যান আলী আকবর খান বলেন, ‘বন্যা পরিস্থিতি নিয়ে সার্বক্ষণিক জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করছি। বন্যায় অনেক পরীক্ষা কেন্দ্রে পানি উঠেছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ফলে পরবর্তী পরীক্ষাগুলো নির্বিঘ্নে পরিচালনা সম্ভব হবে।
এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে আয়োজন করা হয়েছে। শুধু আইসিটি বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষার প্রস্তুতি নিয়ে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, প্রতিটি বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার প্রস্তুতি শেষ করেছে। গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার কেন্দ্রগুলোর সংশোধনী তালিকাও দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এটিভি/এস