টাঙ্গাইল থেকে ছানোয়ার হোসেন, এটিভি সংবাদ
দীর্ঘ ৯ বছর পর আজ টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে সাজসাজ রব বিরাজ করছে। নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের ছবিসহ ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, শহরের প্রধান প্রধান সড়কসহ গুরত্বপূর্ণ এলাকায় তোরণ, বিলবোর্ড, ব্যানার সাঁটিয়েছে। সব মিলিয়ে সম্মেলনকে কেন্দ্র করে টাঙ্গাইলে উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি-সাধারণ সম্পাদক কে হচ্ছেন তা নিয়ে নেতাকর্মীদের কৌতূহলের শেষ নেই।
জাতীয় পার্টির নেতাকর্মীরা জানান, সকাল ১০টায় শহরের রাইফেল ক্লাবে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। প্রধান বক্তা থাকবেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি। এতে জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুস সালাম চাকলাদারের সভাপতিত্বে সঞ্চালনায় থাকবেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক। এর আগে ২০১৫ সালের অক্টোবর শহরের ভাসানী হলে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২০ সালের ১৩ অক্টোবর কেন্দ্র থেকে সাবেক সংসদ-সদস্য আবুল কাশেমকে আহ্বায়ক ও সালাম চাকলাদারকে সদস্য সচিব করে ১১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ৭ ফেব্রুয়ারি সালাম চাকলাদারকে আহ্বায়ক ও মুহাম্মদ মোজাম্মেল হককে সদস্য সচিব করে ১১১ সদস্যবিশিষ্ট জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, সম্মেলনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাপতি ও সম্পাদকের বিষয়ে কেন্দ্রীয় নেতারা সিদ্ধান্ত নেবেন। আশা করা হচ্ছে কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতারা নেতৃত্বে আসবেন।