বরিশাল থেকে মাশরেকুল আজম, এটিভি সংবাদ
বরিশালের গৌরনদী ও মেহেন্দিগঞ্জ পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।
সরেজমিনে গৌরনদী পৌরসভার ৪৮নং দিয়াশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সকাল থেকেই ভোটারদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে নৌকা প্রতীকের এজেন্টদের বিরুদ্ধে ভোটারদের ভোটদানে বলপ্রয়োগের অভিযোগ করেছেন ভোটাররা।
ভোটাররা জানিয়েছেন, কিছু সমস্যা হলেও ভোট ভালোভাবেই দেয়া গেছে। উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ায় আমরা আনন্দিত। গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী জহির সাজ্জাদের কাছ থেকে কোনো অভিযোগ মেলেনি।
আওয়ামী লীগের প্রার্থী হারিছুর রহমান হারিছ জানান, নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। মানুষ উৎসুকভাবে নৌকাকে বিজয়ী করতেই কেন্দ্রে যাচ্ছে।
এদিকে মেহেন্দিগঞ্জ পৌরসভায়ও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। বরিশাল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা নুরুল আলম জানান, কোনো জায়গা থেকেই এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে।
