চট্টগ্রাম ব্যুরো, এটিভি সংবাদ
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নিজ শ্যালিকাকে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জুনাইদুল হক সিদ্দিকী নামে এক ব্যক্তির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
উল্লেখিত বিষয়টি এটিভি সংবাদকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদরঘাট থানার এসআই মো. কামরুজ্জমান। রিমান্ডের আদেশ হওয়া জুনাইদুল হক সিদ্দিকী ভিকটিমের আপন বোনের স্বামী (দুলাভাই)।
পুলিশ সূত্র জানায়, জুনাইদুল হক সিদ্দিকীর ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদরঘাট থানার এসআই মো. কামরুজ্জামান। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, গত ২০ জানুয়ারি সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে কেউ না থাকার সুযোগে জুনাইদুল হক সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ুয়া শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে। গোপনে ভিকটিমের গোসলের দৃশ্যের ভিডিও ধারণ করা হয়। বিষয়টি দ্রুত সদরঘাট থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ওই দিনই ভিকটিম বাদী হয়ে বড়বোনের স্বামীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদরঘাট থানার এসআই মো. কামরুজ্জামান মিডিয়াকে বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় জুনাইদুল হক সিদ্দিকী নামে একজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। তাকে কয়েক দিনের মধ্যেই থানায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে।
মানুষরূপী এ সকল নরপিশাচ সমাজের কলঙ্ক। এদেরকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন মানুষ কতটা অমানুষ হলে এ ধরনের নেক্কারজনক কাজ করতে পারে?
