ইসলামাবাদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত, অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী কালোব্যাজ ধারণ করে অংশ নেয়। এ সময় ভাষা শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন, বাণীপাঠ, আলোচনা, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক ভিডিওচিত্র প্রদর্শন এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ksrm

দূতাবাস সূত্র জানায়, অনুষ্ঠানের শুরুতে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারি বুকে কালোব্যাজ ধারণ করেন। পরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়। হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী  কর্মকর্তা-কর্মচারি এবং শিশুদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সকলে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি গাইতে থাকেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর হাইকমিশনারের সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।