নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণের পর আগুন, একজনের মৃত্যু!

নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ 

নারাণগঞ্জের নিতাইগঞ্জের একটি ভবনে বিস্ফোরণের পর আগুন লেগেছে। এতে একজনের মৃত্যু এবং দু’জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় দেয়াল ধসে পড়ায় সাতজন পথচারী আহত হয়েছেন।

আজ শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে নিতাইগঞ্জের ডালপট্টি এলাকার একটি দুই তলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনটির নিচ তলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।

নিহত ব্যক্তির নাম আওলাদ (৪০)। পেশায় তিনি একজন শ্রমিক।

মন্ডলপাড়া ফায়ার স্টেশন অফিসার হামিদুর রহমান বলেছেন, সকাল ৯টা ১ মিনিটে নিতাইগঞ্জের ওই দুই তলা ভবনে আগুন লাগার খবর আসে। পরে ৯টা ৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ১০টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আহত অবস্থায় ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানাতে পারেননি তিনি। হামিদুর রহমান বলেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এখনো উদ্ধার কাজ চলছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণের পর আগুন ও দেয়াল ধসের কারণে দু’জন দগ্ধসহ মোট নয়জন আহত হয়েছেন।

এদিকে নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির বলেছেন, ভবনটি নারায়ণগঞ্জ জেলা আটা-ময়দা মিল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন। এটি প্রায় শত বছরের পুরনো। ১০ বছর ধরে ভবনটির উপরের তলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।