গাইবান্ধা প্রতিনিধি, এটিভি সংবাদ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিথী আকতার(২০) নামের এক নববধূর মরদেহ ঘরে তালাবদ্ধ করে পালিয়ে গেছে স্বামী ও পরিবারের লোকজন। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধারের করে পুলিশ।
শুক্রবার সকালে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামে। বিথী ওই গ্রামের আব্দুল মজিদের পুত্র সাফিরুলের স্ত্রী এবং একই ইউনিয়নের সাপগাছি হাতিয়াদহ (সাতারপাড়া) গ্রামের মোঃ বুলুমিয়ার কন্যা।প্রতিবেশীরা জানায় মাত্র ৫মাস পূর্বে বিথী আকতারের সাথে সাফিরুলের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাঝে মধ্যেই ঝগড়া বিবাদ ছিল। গত বৃহস্পতিবার ঘর তালাবদ্ধ,বাড়ীতে কাউকে না দেখে সন্দেহ হয়।
বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে ঘর খুলে বিথীর মরদেহ বিছানায় শোয়ানো মৃত অবস্থায় দেখতে পায়। পরে সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন বিথী আকতারের স্বামী সাফিরুলের পলাতক থাকার কথা স্বীকার করে জানান, মাত্র ৫/৬ মাস আগে সাফিরুলের সাথে বিথীর বিয়ে হয়। ঠিক কি কারণে তার মৃত হয়েছে ময়নাতদন্ত রির্পোট এলে জানা যাবে।
