বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রীর যুগ্ম মহাসচিব হলেন নাফিজ মাহবুব

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র নির্বাচিত হলেন নাফিজ মাহবুব।

ইতিপূর্বে নাফিজ মাহবুব অত্র মৈত্রীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ও পালন করেন। বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রীর এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ পদায়ন করা হয়।

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রী একটি অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান। ২০১৯ সাল থেকে সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে বিকশিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখিত সংগঠনটি। অপসংস্কৃতি যেন আমার মূল সংস্কৃতিকে কলুষিত করতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও বাংলাদেশ ভারত সংস্কৃতি মৈত্রী বাংলাদেশের জাতীয় পর্যায়ের সকল কর্মসুচীতে অংশ গ্রহণ করে থাকেন।