বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ
তারকারা বিয়ের খবর অধিকাংশ সময় গোপন রাখেন। চিত্রনায়ক জিয়াউল রোশানও দীর্ঘ ৩ বছর গোপন রেখেছিলেন। আজ (৬ মে) দুপুরে ফেসবুকে বউয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান দেন এই নায়ক।
জানা গেছে, জিয়াউল রোশান ৩ বছর আগে ভালোবেসে প্রেমিকাকে ঘরে তোলেন, স্ত্রীর নাম তাহসিন এশা।
শনিবার (৬ মে) রোশান তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, স্ত্রীর হাতে মেহেদি পরিয়ে দিচ্ছেন তিনি। ক্যাপশনে লেখা: ‘এখন আমরা চিরকালের জন্য আড্ডা দিতে পারি!’ পাশে একটি লাভ ইমোজি জুড়ে দেন। মন্তব্যের ঘরে দম্পতিকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন রোশানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
