আহসান হাবীব, এটিভি সংবাদ //
দুর্নীতি সবকিছু উইপোকার মতো খেয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ। দুর্নীতিবাজদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করে শাস্তির আওতার আনার কথাও বলেন তিনি।
শনিবার (২১ জুন) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বির্তক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান অন্তর্বতী সরকার কঠোর অবস্থানে আছে। ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারকেও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার পরামর্শ দেন তিনি।
উপদেষ্টা বলেন, দেশে আর যেনো কখনও স্বৈরাচারী মূল্যবোধ ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ শিশুখাতসহ সব খাতে গত সরকারের করা দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। বেগম বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিতর্কে অংশ নেন।
এটিভি/উপদেষ্টা/২১০৬/জেড