খাগড়াছড়ি প্রতিনিধি, এটিভি সংবাদ //
খাগড়াছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি’র কঠোর অবস্থানে থাকার পরও থামছে না বিএসএফ’র পুশইন কর্মকাণ্ড। এক মাসের ব্যবধানে রামগড়,মাটিরাঙা ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত দেড় শতাধিক বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে হুমকির মুখে পড়তে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি।
গত ৭ মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পর্যায়ক্রমে এক’শ ৫৯ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। যাদের মধ্যে কেউ কেউ ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে ২০ বছরের অধিক সময় ধরে বাস করতেন।
প্রথমে তাদের আটক করা হয়। এরপর চোখ আর হাত বেঁধে দক্ষিণ ত্রিপুরায় এনে জোরকরে পুশইন করানো হয় বাংলাদেশে
স্থানীয়দের দাবি, পুশইনের জন্য ভারতীয় সীমান্তে অনেক নাগরিককেই প্রস্তুত রেখেছে বিএসএফ।
নিয়ম অনুসরণ না করে পুশইন করায় বিজিবির পক্ষ থেকে বিএসএফ-কে জানানো হচ্ছে কড়া প্রতিবাদ। পুশইন ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে প্রশাসন।
সীমান্তে ভারতের সব ধরণের আগ্রাসন ঠেকাতে প্রশাসন আরও সতর্ক অবস্থায় থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের।
এটিভি/পুশইন/বিবি/২২০৬/জেড