https://Dingdong77game.com https://www.olimpiocotillo.com/ https://www.rdcongoleopardsfoot.com/ https://takeoveranddestroy.com/ https://plaintextebooks.com/ https://moderate-ri.org/ https://addictedtoseries.com/ https://nasstimes.com/ https://ellenlanyon.com/ https://axres.com/ https://hbfasia.org/ https://pavlograd-official.org/ https://ape77slot.com/ https://ape77sport.com/ https://christopheranton.org/ https://eriksmith.org/ https://jaytotoslot.org/ https://mexicovolitivo.com/ https://www.dirtyjokepost.com/ https://bobasportgame.org/ https://139.180.186.42/dingdong77/ https://jaytoto.org/ https://superanunciosweb.com/ শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে পাওয়া গেলো ১০ লাখ টাকার ই-সিগারেট! - atv sangbad শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে পাওয়া গেলো ১০ লাখ টাকার ই-সিগারেট! - atv sangbad
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে গণপতিরোধ গড়ে তুলতে হবে: খেলাফত আন্দোলন মিটফোর্ডে সোহাগ হত্যার বিচার ট্রাইব্যুনালে: আসিফ নজরুল ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল মিটফোর্ডে হত্যা: যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৪ জন আজীবন বহিষ্কার রাজধানীতে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনায় দুই আসামি রিমান্ডে সন্তান কোলে নিয়ে পরীক্ষা দিয়ে দেশসেরা শামীমা! নোয়াখালীর ছয় উপজেলায় পানিবন্দি ২ লাখের বেশী মানুষ নিষিদ্ধ পলিথিন বন্ধে আর কোনও ছাড় নয়: সৈয়দা রিজওয়ানা হাসান মাদ্রাসা বোর্ডে দেশসেরা ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা এসএসসিতে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

শাহ আমানত বিমানবন্দরে যাত্রীর ব্যাগে পাওয়া গেলো ১০ লাখ টাকার ই-সিগারেট!

চট্রগ্রাম ব্যুরো, এটিভি সংবাদ / ২০৯ Time View
Update : রবিবার, ২২ জুন, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

চট্রগ্রাম ব্যুরো, এটিভি সংবাদ //

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট ও ধূমপান সামগ্রী উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (NSI)। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) সকাল ৬টা ২০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ আইয়ুব। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব আমিলাইশ এলাকার বাসিন্দা। বিমানবন্দর সূত্র জানায়, আবুধাবি থেকে আগত ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আইয়ুব গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি চালায় এনএসআই সদস্যরা। পরে তার সঙ্গে থাকা লাগেজে বিপুল পরিমাণ ই-সিগারেট ও সংশ্লিষ্ট সামগ্রী পাওয়া যায়।

উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রনিক সিগারেট, ৪৯০টি রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল। উদ্ধারকৃত সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ১০ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা যাত্রীর ব্যাগ তল্লাশি করি এবং সেখানে নিষিদ্ধ ই-সিগারেট সামগ্রী পাওয়া যায়। এটি আমাদের নিয়মিত নজরদারির অংশ হিসেবে একটি সফল অভিযান।

তিনি আরও বলেন, যাত্রী এই প্রথমবারের মতো এমন ঘটনায় জড়িত হওয়ায় এবং বিষয়টি প্রাথমিকভাবে ডিপার্টমেন্টাল ম্যাটার (DM) হিসেবে বিবেচনায় নিয়ে জব্দকৃত সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। যাত্রীকে প্রয়োজনীয় সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইলেকট্রনিক সিগারেট ও এ ধরনের ধূমপান সামগ্রী বাংলাদেশে আমদানি, বিক্রয় ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরও বিভিন্নভাবে এই পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু সংখ্যক অসাধু চক্র। কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সমন্বিত নজরদারিতে এসব অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।

এটিভি/সিবি/ই-সিগারেট/২২০৬/এম 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ