সিরাজগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
রোববার (৩ জুলাই) সকালে র্যাব-১২ এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। এসময় বগুড়া থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে প্রাইভেটকারে বিশেষ কায়দায় রাখা ২ কেজি ৬৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা বলে জানান তিনি।
আটক রাশিদুল হক ও কামরুজ্জামান রনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এবং শাকিল আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা। তারা তিনজন দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক কেনা বেচা করে আসছিল বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র্যাব।