ওয়াহিদ আব্দুল্লাহ রাজিব, এটিভি সংবাদ
সড়কে গাড়ি থেমে থেকেও অনিশ্চিত ও অনিরাপত্তায় থাকতে হচ্ছে যানবাহন মালিক কর্তৃপক্ষের। তা না হলে থেমে থাকা যানবাহনের উপর কি করে চলমান যাত্রীবাহী বাস এসে সজোরে ধাক্কা দেয়? এমনই এক ঘটনার সৃষ্টি হয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তাৎক্ষণিক চারজন নিহত হয়েছেন। নিহতরা সবাই বাসের যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
শনিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল জেলার মহাসড়কের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দুল্যা মনসুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল।
বাংলাদেশ সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে তদারকি না করা হলে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকবে বলে মন্তব্য করেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান।