নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দলের ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার (২৫ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির কথা জানানো হয়।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখায় সংঘটিত বিশৃঙ্খলার তদন্তে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন—ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছাত্র তিলোত্তমা শিকদার ও সহ-সম্পাদক বেনজির হোসেন নিশি। এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
ইডেন মহিলা কলেজে পাল্টাপাল্টি অভিযোগে গতকাল শনিবার রাত ১১টার দিকে মুখোমুখি অবস্থান নেয় কলেজ ছাত্রলীগের দুই গ্রুপ। কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসকে নির্যাতনের অভিযোগে সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা ও তাদের অনুসারী সমর্থকদের মধ্যে কোন্দল তৈরি হয়। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।